মানুষকে জিম্মি করে যশোরে রোগী বহন করছে অ্যাম্বুলেন্স চালকরা

ইয়ানূর রহমান : যশোর ২৫০ শয্যা হাসপাতালে অসহায় মানুষকে জিম্মি করে রোগী বহন করছে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া কোন রোগী অন্যত্র যেতে পারছে না। গতকাল রবিবার এমনই একটি ঘটনা ঘটেছে। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সুজন (১৫) ও পুলকের (৪০) অবস্থার অবনতি ঘটে। রক্তের প্লাটিলেট ২৬ হাজারের নিচে আসায় ওয়ার্ড ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার্ড করেন। পুলক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের মহিতোষের পুত্র। দিয়াপাড়া গ্রামের মিলনের পুত্র সুজন (১৪)।
সুজন দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তার চাচা আজিজুল ইসলাম লিটন জানিয়েছেন সুজনের এক চাচা ঢাকায় অ্যাম্বুলেন্স চালায়। যশোরের অভয়নগর এলাকায় এক রোগী রেখে তিনি বিনা খরচে সুজনকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। পারিবারিক সকলেই স্কুলছাত্র মুমূর্ষু ডেঙ্গু রোগীকে ওই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওই অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে বাধা হয়ে দাঁড়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা। তারা রোগীর লোকজনকে হুমকি দিতে থাকে স্থানীয় অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোন অ্যাম্বুলেন্সে রোগী নেয়া যাবে না। বাইরের কোন অ্যাম্বুলেন্স হাসপাতালে প্রবেশ করতে দেয়া যাবে না। যদি যায় তাহলে অ্যাম্বুলেন্স চালকদের চাঁদা দিতে হবে।
 এ ঘটনা শুনে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্তব্যরত পুলিশ বাধাদানকারী অ্যাম্বুলেন্সচালক আব্দুর রাজ্জাককে ডাকেন। তখন আব্দুর রাজ্জাক পুলিশের সামনে বলে, প্রয়োজনে সকল অ্যাম্বুলেন্স বন্ধ করে দেয়া হবে। পুলিশ হোক আর যেই হোক তাদের কেউ কিছু করতে পারবে না। এ ঘটনা পত্রিকায় লিখলে সাংবাদিকদেরও দেখে নেয়ার হুমকি দেয় অ্যাম্বুলেন্স চালকরা। তখন অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমান জরুরি বিভাগের সামনে এসে তাদের শান্ত করেন।
শুধু সুজন নয়, প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা হাসপাতাল চত্বরে রামরাজত্ব কায়েম করে চলেছে। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া কোন রোগী ইচ্ছামতো কোন বাহনে যেতে পারছে না। এ পরিস্থিতিতে সাধারণ রোগীরা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স চালককদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। 
অথচ, প্রশাসনের কর্মকর্তারা এ ব্যাপারে নীরব রয়েছেন।  সর্বশেষ খবরে জানা গেছে, পুলিশের উপস্থিতিতে ঢাকার ওই অ্যাম্বুলেন্সে করে রাতে স্কুলছাত্র সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে