লালমনিরহাটে আরডিআরএস’র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি॥ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর লালমনিরহাটে হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের নামে সদস্যদের গচ্ছিত সঞ্চয়ের অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলা দিয়ে দরিদ্র সদস্যদের হয়রানি, সংস্থার কর্মীদের নামে অর্থ আত্মসাতের হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও এনজিও আরডিআরএস বাংলাদেশ এর বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। লালমনিরহাট মিশন মোড় চত্বরে ঘন্টাবাপী মানববন্ধনে অংশ নেন ‘আরডিআরএস কর্মী ও সদস্য নির্যাতন প্রতিরোধ কমিটি’র সদস্যবৃন্দ ও ভূক্তভোগীরা। এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ বলেন, আরডিআরএস বাংলাদেশ ক্ষুদ্রঋণ কর্মসূচীর মাধ্যমে দরিদ্রদের মাঝে চড়াসুদে ঋণ বিতরণ করছে। ঋণের টাকা পরিশোধে বিলম্ব বা ব্যর্থ হলেই স্বাক্ষরযুক্ত ফাঁকা চেকের পাতা নিয়ে চেক জালিয়াতির মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে সংস্থাটি। শুধু তাই নয়, চলতি সদস্যের সঞ্চয়ের টাকা অনাদায়ী সদস্যের নামে জমা করে কর্মীর নামে অর্থ আত্মসাতের মামলা করে চাকুরীচ্যুত ও হয়রানী করে আসছে। গেল দুই বছরে রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় প্রায় ৮শতাধিক ব্যক্তি নামে সংস্থাটির পক্ষ থেকে এমন মামলা করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয় । দ্রুত এসব মামলা প্রত্যাহার করে সদস্য ও কর্মীদের টাকা ফেরত দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলন কমিটির সভাপতি হারুণ অর রশিদ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরডিআরএস কর্মী ও সদস্য নির্যাতন প্রতিরোধ কমিটি’র সহসভাপতি নিতাই চন্দ্র, সা.সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া প্রমুখ।