স্টাফ রিপোর্টার বগুড়া: বগুড়ার সদরের বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীদের স্পর্শ কাতর জায়গায় হাত, অশ্লিল কথাবার্তা সহ অশালিন আচরণ, ব্যবস্থা নেওয়ার দাবীতে বগুড়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ। অভিযোগ সুত্র জানা গেছে বাঘোপাড়া সরকরী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ইমদাদুল হক দীর্ঘ দিন যাবৎ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীদের সাথে অশালিন আচরণ সহ ক্লাস নেওয়ার ফাঁকে কিছু কিছু ছাত্রীদের গায়ে হাত দেওয়া সহ তাদের স্পর্শ কাতর জায়গাতেও হাত দিত, এ কথা বাহিরে প্রকাশ না করার জন্য তাদেরকে পিইসি পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত, ক্লাসের পরীক্ষায় ফেল করার ভীতি প্রদর্শন করে আসছিল। বিষয়টি অনেক অভিভাবক ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদেরকে বলার পরও সুরাহা বা ব্যবস্থা না নেওয়াই গোলাম রব্বানী নামে একজনন অভিভাবক উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন। গত ১৯/৯/১৯ ইং তারিখে বগুড়া জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষক ইমদাদুল হকের বিরুদ্ধের একটি আবেদন পত্র দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানান। এব্যাপারে অভিযুক্ত ইমদাদুল হকের সাথে কথা বললে তিনি জানান উপজেলা শিক্ষা অফিসারই ভাল জানেন। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান তার বিষয়টি ব্যপারে আমি অবগত হয়েছি এবং তাকে অন্যত্রে বদলীর ব্যবস্থা গ্রহণ করেছি। এধরনের ঘটনার সাথে যারা জড়িত হবে তাদের ব্যপারেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এধরনের লম্পট শিক্ষক যদি অন্য স্কুলেও যায়, তাহলে সেখানকারও পরিবেশ নষ্ট করবে। এজন্য অভিভাবক গণ বলেন লম্পট ইমদাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে চাকুরী চ্যুত করতে হবে, তা দেখে তার মত শিক্ষকেরা যেন সতর্ক হয়।