গডফাদার-গ্র্যান্ডফাদার বুঝি না, অপরাধ করলে শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গডফাদার, গ্র্যান্ডফাদার বুঝি না, আমরা চিনি অপরাধী। অপরাধ করলে শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেওয়া হয়নি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনোসহ বিভিন্ন অভিযানে জড়িত অপরাধীরা যেন দেশের বাইরে চলে যেতে পারেন, এ জন্য কোনো সতর্কতা জারি করা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।

পুলিশ, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী কিছুই জানে না তাহলে এত বড় বড় ক্যাসিনো মেশিন এলো কীভাবে, এ ব্যাপারে সাংবাদিকদের আসাদুজ্জামান খান কামাল বলেন, আসলে এই সম্পর্কে আমি ততো ভালো বুঝি না। হতে পারে ছোট ছোট পার্স বা যন্ত্রাংশ বাংলাদেশে এনে সেগুলো অ্যাসেম্বল করা হয়েছে। তবে কীভাবে এগুলো এসেছে সেগুলো দেখা হবে।