এস এম আলম : পাবনায় অপহরন ও মুক্তিপণ দাবী মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই পাবনা জেলা । গত ১৬ সেপ্টেম্বর পাবনা রাধানগর এলাকার থেকে এডওয়ার্ড কলেজের গনিত বিভাগের ছাত্র রাজু আহমেদ কে ডেকে নিয়ে হত্যা করার পর ৫ লক্ষ টাকা দাবি করা হয়। পিবিআই পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান – রাজু আহমেদ কে ডেকে নিয়ে হত্যা করার ২ দিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয় । হত্যার পর গ্রেফতারকৃত আসামী কৌশল অবলম্বন করে ভিকটিমের নম্বর থেকে একাধিকবার ফোন করতে থাকে ও মুক্তিপণ দাবি করতে থাকে । গত ২১ সেপ্টেম্বর পিবিআই বিভিন্ন কৌশল অবলম্বন ও আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় গ্রেফতার করে আসামী সিরাজুল ইসলাম ও আসামী শামছুল হক-কে । মামলার প্রধান আসামী সিরাজুল ইসলাম এর স্বীকারোক্তি মূলক বক্তব্যে ঘটনার সত্যতা প্রমানিত হয় । আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে বিলের মধ্যে ফেলে দেয়া ভিক্টিমের ব্যবহারকৃত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ২২ সেপ্টেম্বর আসামী সিরাজুল ইসলাম, আসামী শামছুল হক কে আদালতে সোপর্দ করা হয় ।