লালমনিরহাটে কবুতরসহ সহস্রাধিক পাখি বিষ প্রয়োগে হত্যা : চাতাল মালিকের জেল জরিমানা !

বদিয়ার রহমান,লালমনিরহাট। লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে কবুতরসহ সহস্রাধিক বিভিন্ন প্রজাতির পাখি বিষ প্রয়োগে হত্যার দায়ে মিল চাতাল মালিক মানিক মিয়ার ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদন্ড হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আহসান হাবিব এই জারিমানা ও কারাদন্ড প্রদান করেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, সদর উপজেলার মিল ও চাতাল মালিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাশেম পাচঁ বছরের জন্য শহরের মানিক মিয়াকে ভাড়া দেন। এই সুত্রে মানিক মিয়া মিল চাতালের ব্যবসা করে আসছেন। ওই চাতালে কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি আসে যায়। ক্ষিপ্ত হয়ে গত ২/৩ দিন ধরে খুদের সাথে বিষ মিশিয়ে রাখলে পাখি এসে খেয়ে মারা যায়। মারা যাওয়া পাখিগুলো চাতাল ঘরের এককোণে জমা করে ঢেকে রাখে।

শুক্রবার ১৪ সেপ্টেম্বর স্থানীয়রা জানতে পেয়ে সদর থানায় অবগত করে। পুলিশ তড়িৎ ভাবে ঘটনাস্থল গিয়ে মৃত পাখিগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পশু হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এখবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ঘটনাস্থলে একজন ম্যাজিষ্ট্রেট পাঠিয়ে দেন। বিচারক মিল চাতাল মালিক মানিক মিয়াকে হাজির করে স্থানীয়দের স্বাক্ষ্য প্রমান ও মানিক মিয়ার স্বীকারোক্তি মুলক প্রমানিত হওয়ায় এই জেল জরিমানা প্রদান করেন। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বিষয়টি নিশ্চীত করে বলেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।