গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রতিহিংসার বশিভুত হয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের মাছ বিনষ্ট করেছে। এ নিয়ে এলাকায় চলছে সমালোচনার ঝড়। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের ফঁতেখা গ্রামে ঘটনাটি ঘটেছে।
থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, ওই গ্রামের আছর উদ্দিনের ছেলে ফুল মিয়া দীর্ঘদিন থেকে অন্যের পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করে আসছিল। গত ৪ সেপ্টেম্বর উপজেলার উদয়ন প্রি-ক্যাডেট স্কুলের চুরির ঘটনা নিয়ে প্রতিবেশি আলম মিয়ার ছেলে রুবেল মিয়ার সাথে ফুল মিয়ার সংঘর্ষ হয়। এতে ফুল মিয়াসহ ৫ জন আহত হয়েছে। বর্তমানে ফুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে থানায় মামলাও হয়েছে। ফুল মিয়ার দাবি এরই জেরধরে রুবেল মিয়া তার ৩ বিঘা জমির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ মন মাছ বিনষ্ট করেছে। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেল ও তার পরিবারের লোকজন বর্তমানে পলাতক রয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা হয়েছে। থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, প্রতিহিংসার কারণে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ বিনষ্ট করেছে মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে। অল্প সময়ের মধ্যে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে।