ঔষধজনিত ফুসফুসের বিভিন্ন রোগ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অথবা বিনা পরামর্শে ঔষধ সেবন করে থাকি কিন্তু আমরা অনেকেই জানিনা এসব ঔষধে হতে পারে ফুসফুসের বিভিন্ন রোগ। আসুন জেনে নেই

১. হাঁপানি বেড়ে যেতে পারে।
২. খুশখুশে বা শুকনো কাশি দেখা দিতে পারে।
৩. ফুসফুসে পানি জমে যেতে পারে।
৪. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড চলাচলে ব্যাঘাত ঘটতে পারে এবং এতে শ্বাসকষ্ট ও কাশি দেখা যায়।
৫. ফুসফুসের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে বন্ধ হয়ে যেতে পারে।
৬. পরাল ও মেডিয়াস্টিনামের ফাইব্রোসিস এর ফলে শ্বাসকষ্ট, কাশিসহ বিভিন্ন সমস্যা হতে পারে।
৭. শ্বাসনালী সরু হতে হতে একসময় বন্ধ হয়ে যেতে পারে।