পাবনা চিনিকলের আখ রোপন কার্যক্রম উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর দাশুড়িয়ায় পাবনা চিনিকলের ২০১৯-২০ মৌসুমের আখ রোপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।এভলুপাড়া গ্রামে মিলজোনের কৃষক ইদ্রিস মন্ডলের জমিতে রবিবার বিকেলে আখ রোপনের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুম সেলিম। এসময় বিশেষ অতিথি ছিলেন, সদর দপ্তরের ডিজিএম আলমগীর হোসেন, মিলের জিএম (অর্থ) ওয়াক্কাস আলী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, মিলের সিবিএ সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, সাবজোন প্রধান হাসান আলী ও সিডিএ ইউনিট প্রধান অমল সূত্রধর।
জানা যায়, চলতি মৌসুমে পাবনা চিনিকল ১১ হাজার ৫ শত একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মিলের ৮টি সাবজোনের ৮৫টি ইউনিটে একযোগে এই আখ রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়।