কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন সামগ্রী উৎপাদন, আমদানী, বাজারজাতকরণ, বিক্রয়, মজুদ, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধকরণের লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী র্যালী ও সভা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেছে। র্যালিটিতে নেতৃত্ব দেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান গিয়াম উদ্দিন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ।