সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মহাসড়কে সিএনজি-রিক্স্যাভ্যান চলাচলের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় এ অবরোধ করে। ফলে মহাসড়কের চারপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা তপ্তরোধে চরম ভোগান্তির মধ্যে পড়ে। পরে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ বিষয়টি আলোচনা সাপেক্ষে মিমাংসার আশ^াস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, সরকার থেকে মহাসড়কে রিক্সা ভ্যান, সিএনজি চলাচল নিষিদ্ধ রয়েছে। কিন্তু শ্রমিকরা মহাসড়কে মাঝে-মধ্যেই মহাসড়কে রিক্সা-ভ্যান ও সিএনজি চলাচল করার চেষ্টা করে। এ কারণে সরকারের নির্দেশনা মোতাবেক পুলিশ মাইকিং করে মহাসড়কে রিক্সাভ্যান চলাচল নিষিদ্ধ করছে। এ অবস্থায় সকাল ১১টায় হঠাৎ করে শ্রমিকরা মহাসড়কে অবরোধ করে। পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ^াস দেয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। যানজট হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।