একটু বৃষ্টিতেই জলাবদ্ধ স্কুলমাঠ বিপাকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। এখানেই জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের ভোট সেন্টার গ্রহণ করা হয়ে থাকে। আবার একটু বৃষ্টি হলেই মাসের পর মাস জলাবদ্ধতা লেগে থাকে স্কুল মাঠজুড়ে।
সরেজমিনে দেখা গেছে, স্কুলটির মাঠজুড়ে শেওলাযুক্ত পচা দুর্গন্ধ পানির জলাবদ্ধতা। এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের কমলমতি শিশু শিক্ষার্থীদের ওপর। তাদের মধ্যে ডেঙ্গু আতঙ্কসহ পড়াশোনায় ব্যাঘাত ঘটার আশঙ্কায় রয়েছে। বর্তমানে ডেঙ্গু মশার বিস্তার সারা দেশে। ওই স্কুলমাঠেও কখন যেন ডেঙ্গু মশার লাভা দেখা যায় সেই দুশ্চিন্তায় বিপাকে পড়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া বিদ্যালয়টির মাঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া, কুচকাওয়াজ বা শারিরিক কসরত করার কোন উপায় নেই। জাতীয় সঙ্গীত গাইতে হলে হাটু পানির নিচে দাঁড়িয়ে গাইতে হবে।
তাই বিদ্যালয়ের কমলমতি শিশু শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মহোদয়ের নেকনজর ও হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকাবাসী।#