মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হানিফা বেগম মা না হয়েও মাতৃত্বকালীন ভাতা উত্তোলনের অভিযোগ নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি। গত মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের ১৫ অক্টোবর তারিখে গাইবান্ধা আবুল হোসেন সরকার আল্টাসনোগ্রাম সেন্টারের রির্পোটের ভিত্তিত্বে ইউপি সদস্যের মাতৃত্বকালিন ভাতার নামের তালিকা অন্তভূক্ত করা হয়। রির্পোটে তার গর্ভে ১৭ সপ্তাহ ৩ দিনের ১টি সন্তান রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। সে কারণে তার নাম অন্তভূক্ত করা হয়। অজ্ঞাত কারণে সন্তানটি পৃথিবীর আলো দেখেনি। তিনি বলেন, একজন ইউপি সদস্য হিসেবে মাতৃত্বকালিন ভাতার তালিকায় নাম অন্তভূক্ত আসলে বেমানান। তবে পরিবারটি অত্যন্ত গরীব এবং অসহায় হওয়ায় নামটি তালিকায় চূড়ান্ত করা হয়। বর্তমানে বিভিন্ন পত্র, পত্রিকায়, অনলাইন ভার্সনে এবং ফেইসবুকে প্রকাশ হওয়ায় আমি ইউনিয়ন পরিষদের পক্ষ হতে দুঃখ প্রকাশ করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের ভিত্তিত্বে তদন্ত করছে। তদন্তে ভূঁয়া প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। ইউপি সদস্য হানিফা বেগম কানিচরিতা বাড়ি গ্রামের ছামিউল ইসলামের স্ত্রী। তিনি ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।