সরকারের সুনাম বৃদ্ধি কল্পে পশ্চিমাঞ্চল রেলওয়েতে পর্যালোচনাসভা

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ যাত্রীসেবার মান বৃদ্ধির মাধ্যমে বর্তমান সরকারের সুনাম বৃদ্ধি কল্পে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকালে প্রধান প্রকৌশলীর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সদ্যপদোন্নতি প্রাপ্ত জেডিজি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এ,এফ,এম,মাসুদুর রহমান। পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ট্র্যাক আবু জাফরের সভাপতিত্বে টিএসও আরিফুল ইসলাম,শামসুজ্জোহা,নজরুল ইসলাম ও আমজাদ হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। সভায় যাত্রীসেবার মাধ্যমে সরকারের সুনাম বৃদ্ধি করণ এবং বিভিন্ন ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ট্রেনের স্প্রীড বৃদ্ধির বিকল্প নেই মর্মে জরুরি ভিত্তিতে স্লীপার পরিবর্তণ ও ট্র্যাকের উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।