পাবনার মালিগাছা ইউপি’র সেই ওয়ারিশ সনদপত্র অবশেষে বাতিল

পাবনা প্রতিনিধি: মালিগাছার সেই ভুয়া ওয়ারিশ সনদপত্র অবশেষে বাতিল করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শরীফ। গত ২০ আগষ্ট ওয়ারিশ সনদ বাতিল প্রসংগে মাঃ ইউঃ প/ওয়ারিশ/২০১৯-৯৫(৪) স্মারক পত্রে ওয়ারিশ সনদ বাতিল করা হয়েছে বলে পাবনা সদর সহকারি কমিশনার (ভূমি) বরাবর পত্র দিয়েছেন ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যান স্বাক্ষরিত ঐ পত্রে তিনি উল্লেখ করেছেন গত ১০ মার্চ ওয়ারিশন সনদ নং ২৭৮/২০১৯-এ তিনি যে ওয়ারিশ সনদ দিয়েছিলেন তা পরবর্তীতে যাচাই বাচাই করে দেখা যায় উল্লেখিত সনদ পত্রের তথ্য সঠিক নয়। বিধায় উক্ত সনদপত্রটি বাতিল বলে গণ্য করা হলো।
গত ১৫ জুলাই দৈনিক বিবৃতি পত্রিকাসহ কয়েকটি দৈনিকে “মালিগাছায় ভুয়া ওয়ারিশ সনদপত্র তৈরীর অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। চেয়ারম্যানের সনদ পত্র জালিয়াতির ঘটনা জানা জানি হয়ে পড়লে এলাকার বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।