সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বালিকা উচ্চবিদ্যালয় ও করমজা দাখিল মাদরাসায় দুদুকের সততা স্টোর উদ্বোধন করেছেন সাঁথিয়া উপজেলা নিবার্হী অফিসার আব্দুল হালিম।
মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঁথিয়ার সহযোগিতায় এ স্টোর উদ্বোধন করা হয়। বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা নিবার্হী অফিসার আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম মাওলা ও সম্পাদক জয়নুল আবেদীন রানা, বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রমূখ। পরে দুদকের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মুজিববর্ষ ২০২০ উদযাপনে অংশীদার হওয়ার লক্ষ্যে সাঁথিয়া উপজেলা নিবার্হী অফিসার আব্দুল হালিম উক্ত প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে নলেজ ক্যালেন্ডার বিতরণ করেন। নলেজ ক্যালেন্ডার বিষয়ে ইউএনও বলেন, ‘আমরা চাই সাঁথিয়ার শিক্ষার্থীরা স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ, জাতীয় চার নেতাসহ সর্বোপরি বাংলাদেশ সম্পর্কে জানবে।