সুজানগর (পাবনা) প্রতিনিধি: “ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই-নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই ধারাবাহিকতায় পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্সেদ প্রতিদিন বহির বিভাগের রুগীদের ডেঙ্গু জ্বর, এডিস মশা ও নিজ আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা সর্ম্পকে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহির বিভাগের রুগী দেখা শেষে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আশা রুগী ও তাদের সাথে থাকা অভিভাবকদের এডিস মশা কি ভাবে জন্ম হয়, কিভাবে প্রতিকার করতে হয়, ডেঙ্গু জ্বর হলে এর আলামত ও প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতাল থেকে বিনামূল্যে রক্ত পরিক্ষা করে চিকিৎসা গ্রহনের পরামর্শ দেন।