দুর্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

কর্মসুচীর মধ্যে ছিল, উপজেলা চত্বর ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের অংশ গ্রহনে বিশাল শোক র‌্যালি, কাঙ্গালীভোজ, মসজিদ-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে কবিতা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসআরা ঝুমা তালুকদার, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান,সিনিয়র সহসভাপতি স্বপন সান্যাল,অফিসার ইনচার্জ (ভার) মীর মাহাবুবুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, প্রমুখ। অন্যদিকে দুর্গাপুর চৌকি আদালত ও আইনজীবি সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও র‌্যালি শেষে দুর্গাপুর চৌকি আদালত চত্বরে সিনিঃ সহকারী জজ মোঃ জগলুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিনিঃ সহকারী জজ কলমাকান্দা মোঃ আনোয়ার হোসেন, সিনিঃ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমল সেন সহ আইনজীবি সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সিপিবি দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবারোক সিংহ সহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগ প্রত্যেক ইউনিয়ন এর ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করে। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল অপশক্তি রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলেই নতুন করে শপথ নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, তবেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।