মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডেঙ্গু নিধন ও মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মন্ত্রণালয়ের নিদের্শনায় গতকাল বুধবার উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যাংক-বীমা, স্বেচ্ছাসেবী সংগঠন ডেঙ্গু নিধন ও মোকাবেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি (ক্রাশ প্রোগ্রাম) উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজের অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে উপজেলা বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, পুটিমারী উচ্চ বিদ্যালয়, ফলগাছা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের মাঠ এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেন।