মৌলভীবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ ফুটপাতে বসে সামান্য তরিতরকারি বিক্রি করলে প্রতিদিন ৩০ টাকা সেলামী দিতে হয়। নইলে নজরানা আদায়কারীর লাঞ্চনা সহ পণ্য তছনছ করে দেয়ার প্রতিফল ভোগ করতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। মৌলভীবাজার শহরের টিসি মার্কেট সম্মুখস্থ কোর্ট রোডে এমন অনাচার চলছে প্রতিদিন। টিসি মার্কেট সংলগ্ন কোর্ট রোডের দু’পাশে প্রতিদিন বিকালে ২/৩’শ পশারি বিভিন্ন পণ্য নিয়ে বসে। পশারীদের অধিকাংশ গ্রাম থেকে আগত সবজি বিক্রেতা। তুলনামূলক সস্তা মূল্যে এসমস্থ সবজি বিক্রেতারা মাথাপিছু প্রতি মাসে রাস্তার ভাড়া দিচ্ছে ৯’শ টাকা। চৌমুহনী পয়েন্ট থেকে চাঁদনীঘাট ব্রীজ পর্যন্ত প্রতিদিন রাস্তার দুই পাশে ২/৩’শ ক্ষুদ্র ব্যবসায়ীর সমাহার ঘটে। তাদের প্রতিদিনের প্রদত্ত সেলামীর পরিমান হবে ৭/৮ হাজার টাকা। গ্রাম থেকে আসা জনৈক ডিম বিক্রেতা বলেন, ১০ হালি (৪০টা) ডিম নিয়ে এসেছিলাম। রাস্তায় বসার আগেই ৩০ টাকা সেলামী দিতে হয়েছে। সেলামী না দিলে রাস্তা থেকে উঠে যাবার হুমকি দেয়া হয়। সরজমিনে দেখা গেছে, এ সেলামী আদায় করছে টিসি মার্কেট লিজ গ্রহীতার নিয়োজিত কালেক্টর। টিসি মার্কেট সম্মুখস্থ কোর্ট রোড এবং লাগোয়া টিসি মার্কেট রোড লিজের আওতা ভুক্ত নয় বলে পৌর কর্তৃপক্ষ জানালেও লিজ গ্রহীতা পক্ষ গায়ের জোরে প্রতিদিন চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, রাস্তার মূল মালিক সড়ক ও জনপথ বিভাগ হলেও রাস্তা থেকে নজরানা আদায়ের মালিক হয়েছে লিজ গ্রহীতা। অসহায় হয়ে আমরা এই মালিকানা কবুল করতে বাধ্য হয়েছি।