নাটোরের গুরুদাসপুরে বিডিএফপি-চরপিপলা সিলিং সেন্টারের অনুকুলে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্থ্য দুগ্ধ খামারিদের মাঝে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে চলনবিল অধ্যষিত উপজেলার খুবজীপুর ইউনিয়নের চরপিপলা সিলিং সেন্টারে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ওই গো-খাদ্য বিতরণ করা হয়। সেখানে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের ওই এলাকার দায়িত্বে থাকা ভেটেরিনারি সার্জন ডা. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের এরএম মিজানুর রহমান, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ প্রমূখ। সেখানে যোগেন্দ্রনগর, শ্রীপুর, পিপলা ও চরপিপলা গ্রামের ৯৬ জন খামারির মাঝে ৩ মেট্টিকটন গো-খাদ্য বিতরণ করা হয়।