নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান ও ময়লা আবর্জনা যুক্ত ড্রেন পরিস্কার করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে বাজার সমিতি

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ ঈশ্বরদী আলহাজ্ব মোড় বাজার সমিতির নেতৃবৃন্দ সরকারের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে নিজ উদ্যোগে রাস্তার পাশের দোকানপাট উচ্ছেদ এবং ময়লা আবর্জনা যুক্ত ড্রেন পরিস্কার করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিনব্যাপি এসব কাজ করার কারণে একদিকে বিভিন্ন প্রকার যানবাহন,দেশী-বিদেশী পথচারী ও শিক্ষার্থীদের নির্বিগ্নে চলাচলের পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে দূর্ঘন্ধ ও ডেঙ্গু মুক্ত সুস্থ পরিবেশও সৃষ্টি হয়েছে।
ঈশ্বরদী পৌর কাউন্সিলর ইউসুব আলী প্রধান,আলহাজ্ব মোড় বাজার সমিতির সভাপতি চুনু মিয়া,ব্যবসায়ী লিটন অন্যন্য নেতৃবৃন্দ জানান দেশে যখন ডেঙ্গুর আক্রমনে মানুষ আতঙ্ক গ্রস্ত হয়ে পড়ে। একই সময় দেশ ব্যাপি সরকারের উচ্ছেদ অভিযান চলমান থাকে। এমন সময় এমপি শামসুর রহমান শরীফ ও মেয়র আবুল কালাম আজাদ শহর পরিচ্ছন্ন করার পরামর্শ দেন। আমরা বিষয়টি উপলব্ধি করে বাজার সমিতির নেতৃবৃন্দকে সাথে নিয়েদোকানপাট উচ্ছেদ এবং ময়লা আবর্জনা যুক্ত ড্রেন পরিস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করি। সেই সিদ্ধান্ত মোতাবেক বিজয়স্তম্ভ থেকে পাবনা রোডে প্রায় এক কিলো মিটার রাস্তার উভয় পাশের প্রান্তিক ব্যবসায়ীদের দোকান সরিয়ে দেই। একই সাথে ময়লা আবর্জনা যুক্ত ড্রেনও পরিস্কার করে দিয়েছি। এতে একদিকে বিভিন্ন প্রকার যানবাহন,দেশী-বিদেশী পথচারী ও শিক্ষার্থীদের নির্বিগ্নে চলাচলের পরিবেশ সৃষ্টি হয়েছে। অন্যদিকে দূর্ঘন্ধ ও ডেঙ্গু মুক্ত সুস্থ পরিবেশও সৃষ্টি হয়েছে।পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অর্থ ও সময় ব্যয় করে উচ্ছেদ অভিযান করার প্রয়োজন হয়নি। জনমুখি এই কাজটি সম্পন্ন করতে আলহাজ মোড় বাজার সমিতির ভুমিকাকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।