ডেঙ্গু মোকাবেলায় বনপাড়া পৌর মেয়রের নানামুখী উদ্যোগ

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন ডেঙ্গু মোকাবেলায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। পৌর শহরের সড়ক ও আশে-পাশের ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন করতে সরেজমিনে থাকছেন ও সহায়তা করছেন। মঙ্গলবার দুপুরে তিনি পৌর চত্বরে এডিস মশা ধ্বংসে স্প্রে ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন।
পৌর কাউন্সিলর শিরিণ আক্তার জানান, ডেঙ্গু মোকাবেলায় পৌর এলাকার সকল স্থান ও বসত বাড়ির আশে-পাশে পরিস্কার রাখতে সকলকে পরামর্শ দেয়া হয়েছে।
পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, এখন পর্যন্ত পৌরবাসী কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে আমার জানা নাই। এক্ষেত্রে ডেঙ্গুর প্রাদুর্ভাব যেনো এই এলাকাতেও সৃষ্টি না হয় তার জন্য সর্বাতœক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।