‘ছেলে ধরা’ গুজব ও ‘ডেঙ্গু’ সম্পর্কে সচেতন করতে তাড়াশে মা সমাবেশ

সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া ছেলেধরা গুজবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, গণপিটুনিতে মানুষ হত্যার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিশ্চিত করতে কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়তে পৃথকভাবে আয়োজিত মা সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, সমাজের সচেতন ব্যক্তি, অভিভাবক ও মায়েরা অংশ নেন।

৩১ জুলাই বুধবার সকালে কাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূবুয় রহমান রাজনের সঞ্চালনায় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক তার বক্তব্যে বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন যে স্বপ্নের বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে সেরা দেশে পরিণত হবে। সেই লক্ষ্য নিয়েই উন্নত দেশের পথে এখন বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে গুজব মহামারি আকার ধারণ করেছে। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে কীভাবে সচেতন হতে হবে, সেটাও বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আখতারুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, মাহমুদুর রহমান, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, স্কুলের সভাপতি আলহাজ ঈমান আলী, ইউপি সদস্য শামসুর ইসলাম, শরিফ উদ্দিন প্রমূখ।