নওগাঁর পত্নীতলায় “পরিকল্পিত ফল চাষ-যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা- ২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে নজিপুর নতুনহাট চত্বরে উক্ত ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন ধামইরহাট-পত্নীতলা(নওগাঁ-২) আসনের এমপি শহীদুজ্জামান সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম। এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা ও আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী প্রমুখ।
পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন শেষে বৃক্ষ চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।