পাবনা সদর ও পৌর মহিলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সোহেল রানা ঃ পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় পাবনা সদর ও পৌর মহিলা আওয়ামীলীগের আয়োজনে গতকাল বিকাল ৪টায় পাবনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভা পাবনা সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাশিদা খাতুন ও পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা শিরিন এর সভাপতিত্বে এবং সদর থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি ও পৌর সাধারণ সম্পাদক লায়লা শামীম আরা শিখার পরিচালনা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য, রেল পথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা সিরাজগঞ্জ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিটি অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে নেতাকর্মীদের এক সাথে কাজ করতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ এর অগ্রনী ভুমিকা রয়েছে বাংলাদেশের উন্নয়নের জন্য। তাই পাবনা সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে। যাতে করে আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা ২০৪১ সালের যে ভীষণ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে এ জন্য আপনাদের সবাইকে দলের মধ্য থেকে এক যোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুন্নাহার রেখা। এছাড়া আরও বক্তব্য রাখেন পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদা রব, এ্যাড. কানিজ ফাতিমা পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সীমা, সাহিদা শবনম, পাবনা সদর থানার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন ইনসান। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ও পৌর নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সাজেদা খাতুন, আনোয়ারা খাতুন, আকলিমা আক্তার, রানী খাতুন, রীমা খাতুন, আউলিয়া, চায়না, আকেদা খাতুন, গোলাপী খাতুন প্রমূখ। বর্ধিত সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানান।