মিডিয়া অ্যাসোসিয়েশন, পাবনার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টারঃ মিডিয়া অ্যাসোসিয়েশন, পাবনার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল ( শুক্রবার) বিকেলে পাবনা প্রেসক্লাব ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা, গুণিজন সংবর্ধনা এবং কেঁক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস ইউনিভার্সিটি ( প্রস্তাবিত) পাবনার চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, রানা গ্র“পের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি আবুল কাসেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু। শুভেচ্ছা বক্তব্য দেন সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কবি এনামূল হক চৌধুরী টগর, শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পাভিন, পাওনিয়ার ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি জেবুন্নেসা ববিন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, শহীদ আহম্মেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, পল্লী উন্নয়ন ফেডারেশন পাবনার সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক আসাদুজ্জামান বিশ্বাস শিপন, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম, লারনার্স অর্গানাইজেশন নিবার্হী পরিচালক জাহানারা বেগম বিজলী, ফোল্ডার কবিতা সম্পাদক কবি ইদ্রিস আলী, লতিফ গ্র“পের নিবার্হী সদস্য মাহিমা বিশ্বাস মাহি, সূচনা সমাজ কল্যাণ সংস্থার নিবার্হী পরিচালক পূর্ণিমা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন মিডিয়া অ্যাসোসিশেয়নের সিনিয়র সহ-সভাপতি জামাল রাজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ বাবলা, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, প্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান লুৎফর রহমান রতন, আমাদের কণ্ঠ জেলা প্রতিনিধি শফিক আল কামাল, বাঁচতে চাই নিবার্হী পরিচালক আব্দুর রব মন্টু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রবিউর ইসলাম রবি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফি ইসলাম,মিডিয়ার সদস্য সাংবাদিক আর কে আকাশ,দিলশান কাজল সহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিশির ইসলাম ও নওরিণ নেওয়াজ নিধি। অনুষ্ঠানে পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য রানা গ্র“পের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাকে, ইছামতি নদী উদ্ধার প্রক্রিয়া তরান্বিত কাজে বিশেষ অবদানের জন্য ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা (পক্ষে সভাপতি এস এম মাহবুব আলম)কে , নিউজ ২৪ এ হাঁসতে যাদের মানা প্রগ্রামে ২য় স্থান অধিকার করায় অভিনেতা মাহমুদ বেলাল কে এবং অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য গোলাম ফারুক যুবরাজকে মিডিয়া অ্যাসোসিয়েশন সম্মাননা পদক প্রদান করা হয়।