দেশের যানবাহনে রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টারের গুরুত্ব অপরিসীম— মো. মোস্তাক হাসান

পাবনা প্রতিনিধি ॥ বিসিক ঢাকা’র চেয়ারম্যান মো. মোস্তাক হাসান (এনডি) বলেছেন দেশের যানবাহনে ব্যবহারের ক্ষেত্রে পাবনা বিসিকের রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টারের গুরুত্ব অপরিসীম। রাজা মোবিল এন্ড ডিজেল গুণগত মান বাজায় রেখে পরিবহন জগতে সুনাম অর্জন করতে সক্ষম হবে। আমি রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টারের উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করি। শুক্রবার (২৬’জুলাই) দুপুর ০৩টায় পাবনা বিসিকের রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টার কোম্পানী লিঃ পরিদর্শণের সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকা’র উপ-সচিব মোস্তাক আহম্মদ। রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টার কোম্পানী লিঃ পরিচালক আবরার হোসেন রনি ও কোম্পানীর কর্মকর্তাগণ আগত অতিথিবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর আবরার হোসেন রনি অতিথিবৃন্দের সঙ্গে নিয়ে কোম্পানী ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরী পাবনা’র উপ-মহাব্যবস্থাপক মো. জাহেদুল, বিসিক শিল্প নগরী পাবনা’র কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্থানীয় সুধীজন মো. শাহাবউদ্দিন শিহাব, রাজা মোবিল এন্ড ডিজেল ফিল্টার কোম্পানী লিঃ ম্যানেজার সুলতান মাহমুদ বাপ্পী, মো. জাহিদুল ইসলামসহ বিসিক’র কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।