আতাইকুলা থানার উদ্যোগে গণসচেতনতা মূলক মাইকিং

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানার উদ্যোগে ছেলে ধরা গুজবে গণসচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। বুধবার সকাল থেকে থানা এলাকায় গুজবে কান না দিতে জনসাধারনকে সজাগ থাকতে বলা হচ্ছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, সারা দেশে ছেলে ধরা গুজব চলছে। এমনকি এ গুজবে নানা অঘটনও ঘটছে। আতাইকুলা থানা এলাকায় এ সকল গুজবে কর্ণপাত না করতে এলাকাবাসীর সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে। কোন প্রকার গুজব না ছড়াতে এলাকাবাসীকে বিশেষ ভাবে সচেতন করার লক্ষেই এ মাইকিং করছেন। কোন ব্যক্তি অপপ্রচার বা গুজব ছড়াবে তাকেও আইনের আওতায় আনা হবে। থানা এলাকায় কোন অপপ্রচার হলে থানা পুলিশকে সহযোগিতা করতে বলা হচ্ছে। থানার ওসির এ উদ্যোগকে স্বাগতম জানিয়েছে সচেতন মহল।