হাতীবান্ধায় বিজিবি’র মাদক বিরোধী গনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বদিয়ার রহমান,লালমনিরহাট। মাদক মানে বিষ মাদকে না বলুন, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই ¯ে¬াগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর লক্ষে মাদক বিরোধী গণসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয়ের আজগার হোসেন আহম্মেদ অডিটরিয়াম হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লেফটেনেন্ট কর্নেল শরিফুল ইসলাম (পিএসসি) অধিনায়ক ৬১ বর্ডার গার্ড, রংপুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক, বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বারী, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব লাভলু, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি রাবিউল ইসলাম। এ সময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।