ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা গুলিবর্ষণ ও বোমা হামলার মামলায় যাবজ্জিবন সাজাপ্রাপ্ত আরো ১ আসামী আদালতে আত্মসমর্পন করেছেন। মঙ্গলবার দুপুরে আসামী লাইজু পাবনা স্পেশাল ট্রাইবুনাল আদালত-৩ এ হাজির হয়ে আত্মসমর্পণ করেন। সে ঈশ্বরদী শহরের রহিমপুরের তোফাজ্জল হোসেনের পুত্র।
পাবনার সরকারী কৌশুলী আকতারুজ্জামান মুক্তা জানান, এই মামলায় সাজাপ্রাপ্ত ৪৭ জনের মধ্যে লাইজুসহ ৪৪ জন কারাগারে রয়েছেন। এখনও ফাঁসির দন্ডপ্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপি’র জাকারিয়া পিন্টুসহ ৩ জন পলাতক রয়েছে।
গত ২১ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ঠ শাখায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৯ আসামীর মধ্যে ৮ জনের পক্ষে, যাবজ্জিবন কারাদন্ডপ্রাপ্ত ২৫ জনের মধ্যে ২২ জনের পক্ষে এবং ১০ বছরের কারাদন্ডপ্রাপ্ত ১৩ আসামীর পক্ষে খালাসের পাশাপাশি জরিমানা স্থগিত চেয়ে আপীল আবেদন দাখিল করেছেন ব্যরিষ্টার কায়সার কামাল।
উল্লেখ্য, গত ৩ জুলাই ওই মামলার রায়ে ৯ জনের মৃত্যুদন্ড ২৫ জনের যাবজ্জীবনসহ ১৩ জনের দশ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রোস্তম আলী।