রহিমপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এর উদ্যোগে বিষ্ণুপুর – লক্ষিপুর এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ছয়ছিরি বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৩ জুলাই। মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন- ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। এদিকে গত ২০ জুলাই প্রতাপী -জগন্নাথপুর, কান্দিগাও, জগনশালা এসব এলাকায় গত ২০ জুলাই সকাল ১০.৩০ মিনিট থেকে দিনব্যাপী প্রতাপী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বন্যা পীড়িত প্রায় ৫ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে মেডিসিন প্রদান করা হয় বন্যা দুর্গত এলাকায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে । উক্ত মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন – ১নং রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইউপি সদস্য মাহমুদ মিয়া, ১নং রহিমপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর আহবায়ক মোঃ সুলেমানসহ ইউপি সদস্য ও আওয়ামিলীগের নেতৃবৃন্দ। দিনব্যাপী চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন- কমলগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে এর মেডিকেল অফিসার ডাঃকামরুল হাসান, কমলগঞ্জ স্বাস্থ্য কমপে¬ক্সে এর সাব এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ডাঃ শামছুদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব, মেডিকেল টেকনোলজিস (ইপিআই) এর আশরাফুল আলম,সহ-কারী স্বাস্থ্য পরিদর্শক আঞ্জুমান আরা বেগম,প্রবিন্দ্র দেবনাথ, অনিরুদ্র রায় চৌধুরী,সুষাংকু দেব।