গুরুদাসপুরে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে পাঁচদিন ব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, কৃষি কর্মকর্তা আব্দুল করিম, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান প্রমূখ।
উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ কর্তৃক আয়োজিত ওই মেলায় অংশ নেয়া বিভিন্ন নার্সারী ও ষ্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান অতিথি উপস্থিত সকল শ্রেণিপেশার মানুষকে বেশি করে ফলদ ও ঔষুধি গাছ লাগানোর আহবান জানান।