রাজশাহীতে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদে পদযাত্রা

রাজশাহীতে ধর্ষণ বিরোধী প্রতিবাদ জানিয়েছে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকাল ৪ টার সময় তাদের এই পদযাত্রাটি বিশ্বববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা চত্বর থেকে শুরু হয়। প্রায় সোয়া এক ঘণ্টা হাঁটার পর মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। পদযাত্রা শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলীপ রায়, রাজশাহী জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ রিমন, সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জিন্নাত আরা সুমু, আহ্বায়ক ইয়াসিন আরাফাত অন্তর প্রমুখ। সমাবেশটির সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক রনজু হাসান।

এসময় শিক্ষার্থীরা বলেন, কোলের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধারা আজ ধর্ষণের শিকার হচ্ছে। দেশে আজ নারী, শিশুর নিরাপত্তা নেই। নারী তার সম্মান হারাচ্ছে। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কোথাও নিরাপত্তা নেই। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো বিচার হচ্ছে না। ফলে রুচিহীন ও অসুস্থ্য মানসিকতার মানুষ এসব কর্মকা- ঘটিয়েই চলেছে। এ সময় বক্তারা ধর্ষণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান