ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তাহের আলী (৩০) নামে এক যুবক মারা গেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাহের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ রাজিবপুর গ্রামের এনামুল হকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার কৈডাঙ্গা গ্রামে ঢাকা হইতে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের দরজা থেকে পড়ে তাহের মারাত্মকভাবে আহত হয়। সে সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। পাবনায় চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। খবর পেয়ে রাতেই তাহেরের পরিবারের লোকজন পাবনায় পৌছে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান জানান, ট্রেন থেকে পড়ে গিয়ে তাহেরের মাথায় মারাত্মক জখম হয়েছিল। মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।