নেত্রকোনার দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সহিত অসৌজন্য মুলক আচরন করায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শিধলী বারআনী গ্রামের মোঃ মাহতাব উদ্দিনের ছেলে শিমুল শেখকে দন্ডবিধি ১৮৬০ এর ১৬০ ধারা মোতাবেক বিনাশ্রমে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ইউএনও ফারজানা খানম জানান, রোববার বিকেলে ব্যাক্তিগত কাজ শেষে ঢাকা বিআরটিসি বাসষ্ট্যান্ড থেকে কর্মস্থল দুর্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হলে বাসটি শ্যামগঞ্জ নামক স্থানে এসে পৌছালে উক্ত বখাটে শিমুল শেখ গাড়ীতে উঠে। এক পর্যায়ে বাসের কন্ট্রাকটর এর সহিত ভাড়া নিয়ে বাকবিতর্ক হলে বাসের কন্ট্রাকটর বলেন গাড়ীতে একজন ম্যাজিষ্ট্রেট আছেন। আপনি এমন আচরন করতে পারেন না। পরবর্তীতে বখাটে শিমুল বলে উঠে কিসের ম্যাজিষ্ট্রেট কোথাকার ম্যাজিষ্ট্রেট এ ধরনের বিব্রতকর কথাবার্তা বলতে থাকে এবং বাসের কন্ট্রাকটরকে মারধর করে। পরবর্তীতে বাসটি দুর্গাপুর পৌছালে ভ্রাম্যমান আদালত করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়।