কয়েকদিন ধরে বাড়ি ফিরছিল না পলির স্বামী। তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। অভাব সহ্য করতে না পেরে ২২ দিনের শিশু কন্যাকে ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চে এক অপরিচিত নারীর কোলে তুলে দিয়ে লঞ্চ থেকে নেমে যান পলি।
এদিকে লঞ্চ ছেড়ে দেয়ায় শিশুটিকে নিয়ে বেকায়দায় পড়েন অপরিচিত ওই নারী। অতঃপর রোববার সকালে তিনি লঞ্চে পটুয়াখালী নেমে শিশুটিকে নিয়ে থানায় আসেন। পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনে তিনি শিশুটিকে হাসপাতালে ভর্তি ও শিশুর মাকে খুঁজে বের করেন। এরপর রোববার মা পলির হাতে শিশুটিকে তুলে দেন। এ সময় তাকে আর্থিক সাহায্যও করেন মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, পলির বাড়ি পটুয়াখালী সদরের লোহালিয়ায়। তিনি ২ শিশু সন্তান ও স্বামীসহ ঢাকা থাকতেন।