সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের পুত্রবধূ মেরিনা শোয়েব গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফিরোজ রশীদের ধানমণ্ডির বাসাতেই এ ঘটনা ঘটে।
ল্যাবএইড হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমান লেনিন সাংবাদিকদের জানান, আহত মেরিনাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, রাতে কাজী ফিরোজ রশীদের ছেলের লাইসেন্স করা অস্ত্র দিয়েই গুলি চালান মেরিনা। ঘটনার সময় মেরিনার স্বামী কাজী শোয়েব রশীদ বাসায় ছিলেন না। পিস্তলটি জব্দ করেছে পুলিশ।
মেরিনার বাবা সাংবাদিকদের বলছেন, তার মেয়ে আর জামাইয়ের মধ্যে বনিবনা হচ্ছিল না। মেয়ে সংসার জীবনে যন্ত্রণায় ছিল। এদিকে মেরিনার মেয়ের বরাত দিয়ে পুলিশ বলেছে, এটা আত্মহত্যার চেষ্টা।
মেরিনা ও শোয়েবের বিয়ে হয় প্রায় দুই যুগ আগে। তাদের ২০ বছর বয়সী এক মেয়ে ও ১০ বছর বয়সী এক ছেলে রয়েছে।