নবগঠিত পাবনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ট্রেনবহরে গুলিবর্ষণ মামলার রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ঈশ্বরদীর তিন নেতা। এরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান আক্তার। তিনজনের মধ্যে বাবলু ও আক্তারুজ্জামান কারাগারে এবং জাকারিয়া পিন্টু পলাতক রয়েছেন। গত ৪ জুলাই পাবনা জেলা বিএনপির এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ট্রেন বহরে গুলিবর্ষণ মামলার রায় ঘোষনা করা হয় গত ৩ জুলাই। পাবনা স্পেশাল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। মামলায় ৯ জনকে ফাঁসি, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের সাজা হয়েছে। ৫২ আসামীর মধ্যে পাঁচজন মারা গেছেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত ৯ আসামীর মধ্যেই রয়েছে বাবলু, পিন্টু ও আক্তারুজ্জামানের নাম। নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটিতে ওই তিনজন সদস্য মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, পাবনা জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঈশ্বরদীর সন্তান হাবিবুর রহমান হাবিব। যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সদস্য সচিব সিদ্দিকুর রহমান। বাকি ৪০ জন কমিটির নির্বাহী সদস্য।