অনন্যা কান্নাকাটি করতে পছন্দ করেন কেন?

চলতি বছরের শুরুর দিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যা পাণ্ডের। তারপরে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। প্রায়ই বিষণ্ণ থাকতেন। কান্নাকাটিও করেছেন, অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। কিন্তু কান্নাকাটি করতে নাকি পছন্দই করেন অনন্যা। কাঁদার পরে নাকি একটি বিশেষ পরিবর্তন দেখতে পান নিজের মধ্যে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমনই মন্তব্য করেছেন অনন্যা।

সম্প্রতি তাঁর সিনেমা ‘কন্ট্রোল’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এই সিনেমার জন্য প্রশংসা পাচ্ছেন অনন্যা। কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্যে লুকিয়ে থাকা কালো জগৎ উঠে এসেছে এই সিনেমাতে। সামাজিক যোগাযোগমাধ্যমেরও বিশেষ ভূমিকা রয়েছে সিনেমাতে। বাস্তবে নিজের সামাজিক পাতায় কাঁদো-কাঁদো ছবি পোস্ট করতে পছন্দ করেন অনন্যা। অভিনেত্রী মনে করেন, এই কাঁদো কাঁদো ছবিগুলোতেই নাকি তাঁকে দেখতে বেশি ভাল লাগে।

অনন্যা মনে করেন, কান্নাকাটি করার পরে ত্বকে অনায়াসে স্বাভাবিক উজ্জ্বলতা আসে। তাই দেখতেও বেশি ভালো লাগে। মন ভাঙার পরে বিপুল কান্নাকাটি করেছেন। এমনই একদিন কাঁদতে কাঁদতে আয়নার সামনে গিয়ে দাঁড়ান অনন্যা। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যান। অনন্যা সেই সময় ভেবেছিলেন, ‘আরে আমাকে কাঁদার পরে তো দেখতে তো ভালই লাগছে।’ এই উপলব্ধির পরে ফের কান্নাকাটি শুরু করেন তিনি। জীবনের সেরা ছবিগুলো নাকি কান্নাকাটি করার পরেই উঠেছে। কারণ অশ্রুস্নাত গালে নাকি আলো পড়লে জেল্লা বেড়ে যায় মুহূর্তে।

অনন্যা জানান, উত্তেজিত হয়ে পড়লে তিনি তৎক্ষণাৎ নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না। নিজেকে সামলাতে না পেরে কান্নাকাটি শুরু করে দেন। তাই কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন না আর। কিছুটা স্থির হয়ে শান্ত অবস্থা ভাবেন। তারপর নিজের মতামত প্রকাশ করেন।

preload imagepreload image