বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা থানায় যোগদানকারী নবাগত ওসি তৌহিদুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাগমারা প্রেসক্লাব কার্যলয়ে এই মতবিনিময় সভার আযোজন করা হয়। প্রেসক্লাবের আহ্বায়ক আকবর আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক সুব্রত, উপ-পরিদর্শক আব্দুল মজিদ, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিম হাসান, সদস্য সচিব আব্দুল মতিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল,ইউসুফ আলী সরকার, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ,হেলাল উদ্দিন,মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক জিল্লুর রহমান দুখু, নুর কুতুবুল আলম, শামীম রেজা, ফারুক আহম্মেদ,রতন কুমার প্রমূখ। এর আগে ওসি তৌহিদুল ইসলাম বাগমারা উপজেলার আইনশৃংখলাসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় গুলো তুলে ধরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করে বলেন, আমি প্রায় দুই মাস যাবত বাগমারা থানায় যোগদান করেছ্ি কিন্তু আপনাদের সাথে পরিচিতি হয়ে উঠতে পারিনি। এই জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত। এছাড়া আমি দেশে অনেক থানায় যোগদান করেছি। কিন্তু বাগমারার সাংবাদিকদের মত ভালো মনের মানুষ কথাও পায়নি। আসলে তারা ভালো মনের মানুষ। আমি যতদিন এই থানায় আছি আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং পাশাপাশি পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।#