আরাফাত রহমান কোকো বেঁচে আছেন মানুষের হৃদয়ে- শিমুল বিশ্বাস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাধীনতার ঘোষকের দল। বাংলাদেশের জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার দল। ফ্যাসীবাদ বিরোধী জননেতা তারেক রহমানের দল। আমরা রাজপথে আছি, জনসেবায় আছি, খেলার মাঠে আছি। মানুষের সাথে মিশে আছি। আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করলেও তিনি বেঁচে আছেন মানুষের হৃদয়ে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় চাটমোহরের ঐতিহাসিক বালুচর খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রেন্ডলী ফুটবল ম্যাচের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস উপরোক্ত কথা বলেন।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার আয়োজনে ও সভাপতিত্বে এ ফুটবল ম্যাচ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন গোলকীপার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এবং সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম।

এ সময় বিএনপি নেত্রী আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুসহ বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী, ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। খেলায় সোনালী অতীত মিরপুর ঢাকা দল ২-১ গোলে সোনালী অতীত চাটমোহর পাবনা দলকে পরাজিত করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।