আন্তর্জাতিক শান্তি দিবস  উপলক্ষে ঢাকায় রানিং ম্যারাথন 

নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ রাশিয়ান হাউসের আয়োজনে শুক্রবার বাংলাদেশের যুব সংগঠনগুলোর সহযোগিতায় ‘রান ফর পিস অ্যান্ড হেলথ’ স্লোগানে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে রানিং ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
স্বাগত বক্তব্যে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পি দ্ভইচেনকভ রাশিয়ান হাউসের কার্যক্রম, রুশ ভাষা কোর্সে অধ্যয়নের সম্ভাবনা, রাশিয়ান ফেডারেশন সরকারের কোটায় রাশিয়ায় উচ্চশিক্ষা লাভ, পাশাপাশি বিভিন্ন যুব প্রোগ্রামে অংশগ্রহণ, যেমন “নিউ জেনারেশন” – জনসাধারণের তরুণ প্রতিনিধিদের জন্য রাশিয়ায় স্বল্পমেয়াদী শিক্ষা সফর, বৈজ্ঞানিক ও ব্যবসায়িক মহল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের জয়ের আকাঙ্ক্ষা এবং আরও স্বাস্থ্যকর জীবনধারা কামনা করেন।
এই ইভেন্টে রাশিয়ান স্বদেশী সহ ১০০ জনের মতো ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সবাইকে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউজের ম্যারাথনের টি-শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে ঢাকাস্থ রাশিয়ান হাউজের পরিচালক পাভেল দ্ভইচেনকভ বিজয়ীদের হাতে মেডেল ও স্মারক সনদ তুলে দেন।