গোঁড়া 

এনামুল হক টগর
শরীরের গভীরে অজানা অন্ধবিশ্বাস ভেদ করে কিভাবে চিনবো সরল সত্য?
প্রতি মুহূর্তে মানুষ গোঁড়ামির ফেতনা ও দ্বন্দ্বে জ্বলে পোড়ে দাউ দাউ শরীর বিধ্বস্ত!
সন্ত্রাসীর আঘাতে সমাজে রক্ত ঝরে আহত প্রাণের আকুতি বেদনায় ক্ষত বিক্ষত।
সভ্যতার নামে অধিকাংশ মানুষই আঁধারে দিশেহারা অর্থের নেশায় মদ্যপ মাতাল!
সাম্যের অধিকারগুলো শুধুই স্বপ্ন দেখায় বাসনার ভাবনাগুলো অলস কর্মহীন গরল।
মানবতাহীন সময়ের প্রবাহে নিষ্পেষিত মানুষগুলো ক্ষুধায় কাঁদে বিপন্ন অসহায়!
নগরের বুকে বেকার যুবক অভাব অনটনে হেঁটে যায় ক্ষত বিক্ষত সংসার চিন্তায়।
নিত্য শ্রমজীবী কর্মের সন্ধান করে ব্যর্থ নগর অশান্ত দিন অনাহারী ক্লান্ত।
কালো বিত্তবানদের অন্ধ হৃদয়ে আর্দশহীন ঘাতক বাস করে বধির কর্ণে শুনি জীবনের ক্রন্দন।
লুটেরারা ভয়ংকর তাদের ভাষার ব্যাখ্যা বুঝে না দিনমজুর ব্যথিত দেশপ্রেমে অসহায়  জীবন।
দেশপ্রেমিকদের অন্তরে কাঁদে অনাহারীর বিপন্ন ব্যথা আর্তনাদের বিষণ্ণ করুণ ধ্বনি।
তৃষ্ণার্ত যন্ত্রণার বুকে সভ্যতার অবহেলা  জুলুমবাজ শাসকরা হাসে অনাগত বার্তা অশনি।
পৃথিবীর ব্যথিত গ্ৰাম ব্যথার নগর বেদনার দেশ কাঁদে দুঃখ কষ্টে অনাহারীর দেহ  জীর্ণশীর্ণ।
সত্য সাহসী জীবনগুলো প্রাচীন আঁধার ভেঙে স্বপ্ন দেখে বিপ্লবী প্রাণের আসন্ন সূর্য সকাল।
এসো মানবতার বন্ধু এসো সাম্যের সংগ্ৰামী সাথী এসো ন্যায়-পরায়ণ বীর যোদ্ধা সরল।
এসো সমতার স্বপ্নবান দুটি চোখে ক্ষুধামুক্তির পৃথিবী গরি আবাদের খামারে শস্য সজিব।
এসো বিজ্ঞ জাতি এসো অভিজ্ঞ রাজনীতিবিদ এসো দেশপ্রেমিক সংগ্রামী জাতির গৌরব।
কালের ঘাতক দালাল গোঁড়ামির অবিশ্বাস আঁধার ভেঙে আলো আনি দৃঢ় দীপ্ত আগামীর বিশ্বাস।
এসো নতুন কল্যাণে কর্ম যুদ্ধ করি নব নব আবিষ্কার পণ্য উৎপাদন সুদূর সেবা অশেষ।
এই আকাশ এই বাতাস এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জেনে যাক হৃদয়ে প্রেমের উদ্যান।
জীবন যুদ্ধ শেষে উজ্জ্বল দিনের আলোতে মানুষ জেগে উঠুক শান্তির নীড়ে কল্যাণ।
অসত্য আঁধার জীর্ণ আলোহীন মাটির বুকে বার্তা মাঝে মাঝে সময়ের সংকেত অশনি।
আমিত্ব ভেঙে সত্যজ্ঞান গুপ্তজ্ঞান বিজ্ঞানের বাস্তবতা জাগাও সমাগত আলোর নির্মাণ!
গবেষণায় শুভ কল্যাণকে আলিঙ্গন করো মানবতার বৃহৎ চৈতন্যে মহামিলন বন্ধন।
জীবন প্রজ্ঞার আলোতে পৃথিবীর অন্ধবিশ্বাস গোঁড়ামি দ্বন্দ্ব ভেঙে সবুজ মাঠে জেগে উঠুক  নন্দন।
২৬/১০/২০২৪