বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বালুরচর এলাকায় ফসলি জমি ও এলজিইডি রাস্তা নষ্ট করে চলছে জমজমাট মাটি বিক্রির ব্যবসা।
মাটি ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম বগারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর বাসিন্দা। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তার পাশ দিয়ে ও বিভিন্ন ফসলি জমি নষ্ট করে মাটির ব্যবসা চালিয়ে আসছেন। বালুরচর এলাকার পেশকার হাজির বাড়ি থেকে রশীদ হাজির বাড়ি পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত দক্ষিণ ঝাউডাঙ্গা ও বালুর চর এলাকার মানুষজন চলাচল করে। পাশাপাশি রামরামপুর খেয়াঘাট থেকে কাঁটা খালি যাওয়ার মেইন সড়কের সংযুক্ত রাস্তা হচ্ছে এলজিইডি এই রাস্তা অতিরিক্ত মাটি বুঝাই মাহেন্দ্র ট্রাক্টর চলাচলের কারণে নষ্ট হচ্ছে মেইন রাস্তার পিচ ও কার্পেটিং এ নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেও কোন কর্ণপাত না করেই চালিয়ে যাচ্ছেন মাটির ব্যবসা। মাটি কাটার বিষয়টি নিয়ে ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা সরজমিনে গিয়ে নিষেধ করলেও প্রভাবশালী মাটি ব্যবসায়ী আমিনুল ইসলাম ভূমি কর্মকর্তা কে তোয়াক্কা না করেই রাতের অন্ধকারে ও ছুটির দিনে চালিয়ে যাচ্ছেন মাটির ব্যবসা। গ্রামের যাতায়াত রাস্তা ও ফসলি জমি নষ্ট করে নিজের স্বার্থ হাসিল করছেন প্রভাবশালী আমিনুল ইসলাম।ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তা বারবার নিষেধ করার পরেও কেন মাটি কাটা বন্ধ করছে না, এ নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে স্থানীয় সাধারণ মানুষের। এসব মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।