// মশাহিদ আহমদ, মৌলভীবাজার :রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহাজাহান খাঁন পুনরায় “কাপ-পিরিচ” মার্কার প্রতীক নিয়ে ৪৪০৪৮ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রার্থী “মোটর সাইকেল”মার্কার প্রতিক নিয়ে রওনক আহমেদ অপু পেয়েছেন- ২৪০০৩ ভোট। চেয়ারম্যান পদে- “আনারস” মার্কার প্রতিক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান (বাংলাদেশ খেলাফত মজলিস) মাওলানা আহমদ বিল্লাল পেয়েছেন-১০৮৬৫ ভোট।ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন- যুবলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুর কাদির ফৌজি “টিউবওয়েল” মার্কার প্রতিক নিয়ে২৮৭৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী মহিম দে মধু “উড়োজাহাজ”মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন-২০২৭২ ভোট। মো: আব্দুল হাকিম “চশমা” মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন-১৬৫৪৪ ভোট। জবলু তালুকদার “তালা” মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন- ৮৩৬৭ ভোট। সঞ্জয় দেব নাথ “ বই” মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন-৩৭২১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে “ফুটবল” মার্কার প্রতিক নিয়ে ৪২৭০৮ ভোট পেয়েবেসরকারীভাবে সুমাইয়া সুমিবিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী “কলস” মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন-২২৭১১ ভোট। লুৎফুর নাহার “বৈদ্যুতিক পাকা” মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন-৭৬৫৮ ভোট। মোছাঃ ডলি বেগম “ পদ্ধফুল” মার্কার প্রতিক নিয়ে পেয়েছেন-৪৭০১ ভোট।উল্লেখ্য- উপজেলার ৮টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন। পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন। মহিলা ভোটার ৯১ হাজার ৪০৩ জন। নির্বাচনে ৬৭ টি ভোট কেন্দ্রের ৪৭০টি ভোট কক্ষ ছিল। ৩জন চেয়ারম্যান পদে। ৫জন ভাইস চেয়ারম্যান পদে। ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।