চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে হিট স্ট্রোকে আবু জাফর (৭০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ছাইকোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আবু উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বাড়ির পাশের চায়ের দোকানে বসেছিলেন আবু জাফর।এ সময়তার আত্মীয় পার্শ্ববর্তী মজির আলীর বাড়িতে মেহমান আসে। মেহমানরা বাড়ি না চেনায় আবু জাফর তাদের মজির আলীর বাড়িতে পৌছে দিতে যান।মজির আলীর বাড়িতে উপস্থিত হয়ে অতিরিক্ত গরমেহঠাৎ অসুস্থ্য হয়ে পরেন আবু জাফর। স্বজনরাতারমাথায়পানি ঢেলেপাশেইনিজেরবাড়িতেনিয়েযান।অচেতনহয়ে পরলে চিকিৎসার জন্য স্থানীয় পল্লীচিকিৎসক কে ডাকেন পরিবারের লোকজন। ক্রমশই অবস্থার অবনতিহয়। পরেচিকিৎসকআবুজাফরকে মৃত ঘোষণাকরেন।হিট স্ট্রোকেতারমৃত্যু হয়েছে।
স্থানীয় পল্লিচিকিৎসক আলাউদ্দিন হোসেন জানান,পরিবারের লোকজনের বর্ণনামতেধারণাকরা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামজানান, সুস্থ্য মানুষহঠাৎই অসুস্থ্য হয়েপরেন এবংপরে তার মৃত্যু হয়।
ছাইকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু আবু জাফরের মৃত্যুর বিষয়টিনিশ্চিত করেছেন।