লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ি বাজারে ফাতেমা স্টোরে চুরির ঘটনায় জড়িত দুই চোরকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটককৃতরা হল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শহিদুলের ছেলে জনি (৩০) ও রান্টুর ছেলে রহুল আমিন (১৪)।
শুক্রবার (১৫ মার্চ ২০২৪) লালপুর থানা পুলিশের একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আটককৃত জনি ও রুহুল আমিনের স্বীকারোক্তি মোতাবেক উপজেলার দুড়দুড়িয়া ইউপির রামকৃষ্ণপুর ভেল্লাবাড়িয়া বাজারে পাশে শহিদুলের বাড়ি থেকে চুরি যাওয়া নগদ টাকাসহ মালামাল উদ্ধার করে।
দোকান মালিকের অভিযোগ ও থানা পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার দিনগত রাত্রে দোকান মালিক আনিসুর রহমান প্রতিদিনের মতো দোকানে বেচাকেনা শেষে দোকানে তালা দিয়ে বাড়ি চলে যান।
শুক্রবার সকালে দোকানে এসে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখেন দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে ও পিছনের ওয়াল ভাঙ্গা তখন ডাক চিৎকার দিলে আশেপাশের লোক উপস্থিত হয়। বিষয়টি লালপুর থানা পুলিশকে জানায় ও দোকান মালিক বাদি হয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পুলিশ । এ সময় উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শহিদুলের ছেলে জনি (৩০) ও রান্টুর ছেলে রহুল আমিন (১৪) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরি যাওয়া মালামালের কথা স্বীকার করে ও তাদের দেখানো মতে চোরাইকৃত নগদ টাকা ও মালামাল উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার ও চোরাইকৃত মালামাল উদ্ধার করে লালপুর থানায় একটি মামলা রজু করা হয়েছে।