// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় কমিউনিটিদের সচেতন করতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড-ইউকে-বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় school led community resilience to disaster and climate risk(SLCRDCR) প্রকল্পের আয়োজনে বুধবার উপজেলার বটতলা দাখিল মাদ্রাসা এবং হরিপুর উচ্চ বিদ্যালয়ে মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের ইনচার্জ মো. গোলজার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা মহড়া প্রদর্শন করেন। মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন, তেলের আগুন, বসতবাড়ির ঘরে আগুন লাগলে কিভাবে নিভাতে হবে তা দেখানো হয়। এতে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন
বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বটতলা দাখিল মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃয়দ কুমার, প্রকল্প ম্যানেজার রেজাউল করিম প্রমূখ। প্রকল্পটি উপজেলার বেলকা, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের ৫টি প্রতিষ্ঠানকে দুর্যোগ সহনীয় করে গড়ে তুলতে কাজ করছেন। এতে ৫ হাজার ৭৫৫ জন সুবিধাভোগী এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। এছাড়াও ২৭ হাজার ৮২৭ জন সুবিধাভোগী পরোক্ষভাবে উপকৃত হবেন