// রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান বলেছেন, ইছামতি পাবনার গৌবর নদী যেটা পাবনা শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং সৌন্দর্য বর্ধনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। দখলকৃত ইছামতি নদী উদ্ধারে অনেক আন্দোলন ও লেখালেখি হয়েছে। সম্প্রতি ইছামতি নদী সংস্কারে একনেকে প্রকল্প পাশ হয়েছে। ইছামতি নদী সংস্কার প্রকল্প পাবনার সর্বস্তরের মানুষের স্বপ্নের প্রকল্প। এই প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়নে সবার সহযোগীতা থাকতে হবে।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সভাসুত্রে জানাযায়, আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইসতেহার কে গুরুত্ব দিয়ে বিভাগীয় কাজ করতে হবে।
সার্বজনিন পেনশান নিয়ে জনচেতনতা গড়ে তুলতে হবে। বাজার মনিটরিং জড়ালো করতে হবে। মিটিং এ বিষেশ সমস্যা ছাড়া প্রতিনিধি পাঠানো যাবে না। চালার চরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চালু করতে হবে। ইছামতি প্রকল্প বাস্তবায়ন কাজের জন্য শহরের পাশে কবীর পুরে প্রাথমিক কিছু কাজ চলছে।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আরজুমা আকতার, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লা, আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভির ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, বিআরডিবির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কালচারাল কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান সৌমি, সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক(রসায়ন) এস এম ফরিদ প্রমূখ।